তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃআদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, খাস জমিতে আইনগত মালিকানা প্রদান, আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দানের ব্যবস্থা, সমতল অঞ্চলে আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে অবিলম্বে ভূমি কমিশন গঠন ও মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাসহ ১২ দফা দাবিতে তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্ত ঘেঁষে বারেকটিলার আনন্দপুর স্কুল মাঠে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।
ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আদিবাসী দিবস উদযাপন কমিটি, তাহিরপুর শাখার আয়োজনে বাঙালি আদিবাসীদের ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উত্তর বড়দল ইউনিয়নের রাজাই পয়েন্ট থেকে প্রথমে একটি র্যালী বের হয়ে বারেক টিলা আনন্দপুর স্কুল মাঠে এসে শেষ হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ড্র জুয়েল সলমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তাহিরপুর উপজেলার জননন্দিত চেয়ারম্যান বাবু করুণা সিন্ধু চৌধুরী বাবুল।উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন ছিলেন
বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ড্র জুয়েল সলমার, আদিবাসী নেতা সুত্তম কুমার হাজং, শংকর মারাক, সুমিষ্টা দিও (রমনী), শশধর দ্রং প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মূল ধারা থেকে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে তাদের ১২ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জনান। পরে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী দিবস সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.