লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার ১০ আগষ্ট সকাল জাতীয় শোক দিবস পালনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী সভাপতির বক্তব্যে জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার
১৫ আগষ্টের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, , সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ।এছাড়া সভায় ১৫ আগস্টে নিহতদের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে ই আলম এল জি আর কর্মকর্তা ডা. রাকিবুল হাসান , পাকুন্দিয়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রধানগন সাবক কূষক লীগ নেতা বাবুল আহমেদ, উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.