মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আলোচিত উসমান গনি নিশাত (১৭) হত্যাকাণ্ডের রায় প্রকাশ করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিলেট। রায়ে ২ জনের আমৃত্যু কারাদণ্ড, ২ জনের যাবতজ্জীবন কারাদণ্ড এবং ১ জনকে খালাস প্রদান করেন।
১০ আগস্ট বুধবার বিকাল ০৩:০০ ঘটিকায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিলেটের জৈন্তাপুরের আলোচিত উসমান গনি নিশাত হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়। দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক ও স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষীপ্রসাদ কান্দিগ্রামের সৌদি আরব প্রবাসী মন্তাজ আলী ওরফে ময়না মিয়ার ছেলে উসমান গনি নিশাত (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতে উপস্থিত তিন আসামীর সম্মুখে রায় প্রকাশ করেন। তার মধ্যে রেজওয়ান আহমদ (২৮), দুলাল আহমদ (৪২) কে আমৃত্যু কারাদণ্ড, বকুল (৪২), নাজিম (৩৫) কে যাবতজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং অপর আসামী হোসেন আহমদ (৪৫) হত্যাকাণ্ডে কে খালাস প্রদান করেন আদালত।
এদিকে নাজিম উচ্চ আদালত হতে জামিন মুক্ত হয়ে বিচারকার্য ও রায়ের আগেই দেশ ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাত দেশে পালিয়ে যান। বকুল একই ভাবে জামিন পলাতক রয়েছেন। তবে তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। তবে বিশ্বস্ত সূত্র জানায়, তিনি সীমান্তবর্তী এলাকা লালাখাল দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
অপরদিকে রায় ঘোষণার পর নিহত নিশাতের পিতা সৌদি আরব প্রবাসী মন্তাজ আলী ওরফে ময়না মিয়া বলেন, আদালতের রায়ে তিনি ও তার পরিবার সন্তুষ্ট। রায়টি দ্রুত বাস্তবায়নের দাবী আদালতের কাছে।
প্রসঙ্গ : ২০১৫ সনের ৩০ জুন মঙ্গলবার বাড়ি হতে পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার চতুল বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়ে উসমান গনি নিশাত (১৭) খুন হন। ২০১৫ সনের ২ জুলাই বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে সুতারি খাল হতে জবাই করা অবস্থায় বুকে আঘাত প্রাপ্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় উসমান গনি নিশাত এর পিতা মন্তাজ আলী ওরফে ময়না মিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.