আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়াঃপেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা উন্নয়নের দৃশ্যপট ও উন্নত চিকিৎসা সেবা
নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
১০ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ মুজিবুর রহমান, ডাঃ এম এ মনছুর, ডাঃ ফাবিহা মেহজামিন, ডাঃ পিয়াল পাল, ডাঃ মাহামুদা, ডাঃ মৌসুমী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এইচ এম বদিউল আলম জিহাদি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, পেকুয়া থানার ওসি তদন্ত তাজউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার উলফা জাহান, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, উপজেলা একলাবের ম্যানেজার জাহেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জাকের হোসেন, স্যানিটারী পরিদর্শক মোস্তাক আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি, সাংবাদিকবৃন্দ। স্বাস্থ্য সেবা বঞ্চিত এলাকার মানুষের জন্য ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ হাসপাতালটি আগের অবস্থান থেকে পাল্টিয়ে চিকিৎসা সেবা থেকে শুরু করে জরুরি বিভাগ, বহিবিভাগ, অন্ত বিভাগের নানা উন্নত করা হয়েছে। সেই সাথে বিভিন্ন রোগের পরিক্ষা করতে সাজিয়েছে প্যাথলজিকে। এ প্যাথলজিতে করা হয় বিনামূল্যে এ নানা পরিক্ষা। এছাড়াও বিনামূল্যে করা হয় আল্টা, চক্ষু পরিক্ষাসহ চশমা প্রদান করা হয়। সেবা প্রত্যাশীদের কে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এছাড়াও চালু করা হয়েছে প্রত্যক ইউনিয়ন পরিষদে একজন করে এম বি বি এস, বি সি এস পাশ করা ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা। ইউএইচ ও এর কর্মযোজ্ঞের মাধ্যমে সারাক্ষণই আলোকসজ্জা করা হয়েছে পুরো হাসপাতালকে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবারের সুব্যবস্থাসহ খাবারের প্রয়োজনীয় জিনিস পত্র ও ওষুধ সহ বিনামূল্যে এ প্রদান করা হয়। আগের চেয়ে আমুল পরিবর্তনযোগ্য করেছে স্বাস্থ্য সেবাকে। গর্ভবর্তী মহিলাদের জন্য রয়েছে বিনামূল্যে ডেলিভারিসহ নানা অপারেশনসহ প্রয়োজনীয় ওষুধ। এছাড়াও রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য চিকিৎসা সেবা ও বিনামূল্যে এ তিনমাসের ঔষুধ। উপস্থিত সকলেই বর্তমান ইউ এইচও ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরীর বর্তমান কর্মপরিকল্পনা ও হাসপাতালের নানা উন্নয়ন নিয়ে প্রশাংসিত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.