মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃবন্যায় ক্ষতিগ্রস্থ কানাইঘাটের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে সুরমা নদীর তীরবর্তী ডাইক মেরামত ও আমরীখাল হতে কুওরঘড়ি পর্যন্ত চলমান রাস্তার কাজ দেখতে এসে উপরোক্ত কথাটি বলেন বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। এ সময় উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ইউপি সদস্য হারুন রশিদ, মইনুল ইসলাম, ছাত্র নেতা ডালিম আহমদ প্রমুখ। এসময় আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বলেন পানি উন্নয়ন বোর্ডের জরুরী মেরামত প্রকল্পের আওতায় গত বন্যায় সুরমা ডাইকের ভাঙ্গনকৃত স্থানগুলো মেরামত করা হয়েছে। তবে বন্যার পানি রোধ করতে এ মেরামত কাজটি আরো শক্ত করে হতে হবে। সরেজমিন পরিদর্শন করে ডাইক মেরামতের কাজটি আরো শক্তিশালী ভাবে করার জন্য তিনি পানি উন্নয়ন বোর্ডর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। পরে মস্তাক আহমদ পলাশ এমপির বিশেষ বরাদ্ধকৃত কাবিখা প্রকল্পের আওতায় আমরী নদী হতে কুওরঘড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দীর্ঘ আরেকটি রাস্তার চলমান কাজ দেখেন। এসময় তিনি বলেন দীর্ঘদিনের অবহেলিত এ জনপদের মানুষের যাতায়াতের কথা চিন্তা করে মুলত এ রাস্তাটির কাজ চলছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.