এইচ এম শহিদ,পেকুয়া,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দু'শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান (৬) ওই এলাকার সৌদি প্রবাসি আবুল কাসেমের কন্যা।
জানাগেছে,বৃহষ্পতিবার সকালে ইশরাত জাহান বাড়ির উঠানে খেলছিল। কোন এক সময় সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে বুধবার সকালে ৯টার দিকে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় মো.রোহান মিয়া নামের তিন বছর বয়সী এক শিশুর পুকুরের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। নিজ বাড়ির উঠানে খেলার ফাঁকে কোন এক সময় পুকুরে পড়ে যায় সে। পরে ভাসমান অবস্থায় শিশুর দাদি মোর্শেদা বেগম দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রোহান মিয়া পেকুয়ার চর এলাকার কামাল হোসেনের ছেলে। উজানটিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান শাহ জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়,স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হওয়ায় নিহত রোহানের মা কয়েক মাস আগে রোহানকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। কয়েক দিন আগে রোহানকে তার পিতা কামাল হোসেন দাদার বাড়িতে নিয়ে আসে। রোহান তার দাদির সাথে থাকতো। এদিকে দু'শিশুর অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.