এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার দুইদিন পর নদী থেকে ভাসমান অবস্থায় তিন সন্তানের জনক এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রামের বাড়ীর পার্শ্ববর্তী একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ভ্যান চালক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে মোখলেছ মিয়া(৪০)। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে জীজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (৩০)।
নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছ মিয়ার কিছু মুখচেনা বন্ধুবান্ধব তাকে ডেকে নিয়ে যায়। সারা রাত সে বাড়িতে ফিরে না আসায় পরদিন তারা বিভিন্নস্থানে খোজাখুঁজি করতে থাকে। বুধবার বিকেলে পার্শ্ববর্তী চাঁদভোবনা ব্রীজের নিকট খালের পার্শ্বে তার পায়ের পরিহিত সেন্ডেল,লুঙ্গি, গেঞ্জি পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পরে স্থানীয়রা খালের পানিতে অনুসন্ধান করেও তার কোন খোজ পায়নি।
বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মোখলেস মিয়ার মরদেহ ভেসে উঠলে গ্রামবাসীরা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।