মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়া শেরপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কল্যাণী ইয়াং স্টার স্র্পোটিং ক্লাব।
১২ আগস্ট শুক্রবার উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজারস্থ খেলার মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফের আয়োজনে বিকাল ৪টায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়।
খেলায় উপজেলার কল্যাণী ইয়াং স্টার স্পটিং ক্লাব ও ধুনট বন্ধন ক্লাব অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দলের ৩-৩ গোলে সমতা হওয়াই ট্রাইবেকারে ৪-৩ গোলে ধুনট বন্ধন ক্লাবকে পরাজিত করে ‘কল্যাণী ইয়াং স্টার স্পটিং’ ক্লাব বিজয়ী হয়।
সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান জিন্নাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া-০৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার, শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারেক, সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান ভুট্টো।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.