আরিফুজ্জামান চাকলাদারঃফরিদপুরের আলফাডাঙ্গা ক্লাবের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।১২জুলাই শুক্রবার বিকাল চারটায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি মোঃ ওমর আলী শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিমের পরিচালনায় চতুর্থ খেলায় প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযুদ্ধ এস এম আকরাম হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহান, সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান খান ঠাকুর,উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফকির এনায়েত হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক নুর ইসলাম শেখ, আলফাডাঙ্গা ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কমিশনার মো. হারুন-অর-রশিদসহ অনেকে । খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি প্রভাষক মো.আসলাম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক মোঃ মাহিদুল ইসলাম। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে সালথা ফুটবল একাদশ ও মহম্মদপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে।উক্ত খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয় সালথা ফুুুটবল একাদশের গোলকিপার ইয়াসিন হোসেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.