মানবতা আজ কোথায় ? এ জাতি কখন মানুষ হবে ? বাংলাদেশ মুসলিম দেশ , আমরা মুসলিম জাতি হিসেবে গর্ববোধ করি , আর একজন মুসলিম হিসেবে সৃষ্টি কর্তার দেয়া অর্পিত বিধান পালন করা আমাদের ফরজ কাজ , এটা এক বাক্যে অকপটে যে কোন মুসলমান মেনে নিয়ে আল্লাহর ঘর মসজিদে নিজ প্রভুকে রাজি খুশি করতে নামাজ পড়তে যায় ।
আর আল্লাহর দেয়া মুসলমানদের ৫ টি নির্ধারিত বিধানের মধ্যে নামাজ অন্যতম । আর এই নামাজ আদায় করা মুসলমানদের মধ্যে যার উপর বয়স ভেদে নামাজ ফরজ করা হয়েছে ! কোন পেশাজীবি মানুষ আদায় করতে পারবে কোন পেশাজীবি মানুষ , আদায় করতে পারবেনা এটার কোন বিধান নেই মুসলমানদের মধ্যে । তেমনি বিধান নেই ধনী গরীবের ভেদাভেদ । একই কাতারে কে রাজা আর কে প্রজা দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়।
গরীবেরা, দিনমজুর , রিক্সা ওয়ালা এরাও নামাজ আদায় করতে মসজিদে যায় । সেই নামাজী রিক্সা ওয়ালা ভাই সৃষ্টি কর্তার দেয়া ফরজ নামাজ আদায় করতে তার রিক্সাটি মসজিদের বাহিরে রেখে নামাজ আদায় করতে যায় , আর নামাজ আদায় শেষে বাহিরে এসে দেখে তার পরিবারের মুখে রুটি রুজির জোগান দেয়া অটো রিক্সাটি চুরি হয়ে যায় তাহলে আমরা ভাবতে হবে এই জাতি হিসেবে আমরা কত বড় জঘন্য, বেয়াদব , নিলর্জ্জ। আর একজন মুসলিম হিসেবে পরিচয় দেয়া গোটা মুসলিম জাতিকে অপমান করা , ছোট করা বৈকি ?
স্বাধীনতার পরোত্তর আজ কেটে গেল বছরের পর বছর। বড়ই আফসোস পরিতাপের বিষয় আজও আমরা মানুষ হতে পারলাম না । যে দেশে নামাজ পড়তে গেলে একজন রিক্সা চালকের রিক্সা চুরি হয়ে যায় ।
আজ মাগরিবের নামাজের পরে বোরহানউদ্দিন পৌরসভার উত্তর বাসস্ট্যান্ডের মক্কি মসজিদের সামনে থেকে এই ভাইটির রিক্সা চুরি হয়ে গেছে নামাজ পড়ে ফিরে এসে দেখেন রিক্সাটি নেই।
বিঃ দ্রঃ (কোন হৃদয়বান ব্যক্তি থাকলে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসুন)
উক্ত নাম্বারে যোগাযোগ করবেন 01408003543-01758871980
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.