লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক মেম্বার শেখ আব্দুল হেলিম (৩৫)হত্যার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছেন ঘাগড়া বাজারের ব্যবসায়ীরা। হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদ মুখর হয়ে উঠে এলাকার লোকজন ও ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১২ আগষ্ট বিকেলে ঘাগড়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করেন ব্যবসায়ীদের ও এলাকার লোকজন। সমাবেশে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান ভূইয়ার। সমাবেশে বক্তব্য রাখেন রতন সিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ভূইয়া , সাবেক মেম্বার আব্দুল রউফ,ইসলাম উদ্দিন, সাফিউর রহমান সাফির,অমর ফারুক, উজ্জ্বল ভূইয়া মাসুদ মেম্বার, আব্দুল মালেক,সাইফুল আলম, শাহ আলম, সালেক মিয়া,লিয়াকত আলী মীর। এসময় বক্তারা হেলিম মেম্বার হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জানা গেছে মামলার আসামিরা উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছেন।উল্লেখ্য, গত ১১ জুলাই শেখ আব্দুল হেলিম মেম্বার ঘাগড়া বাজারে গেলে রাত ৯টার পরে সিহাড়া গ্রামের আক্তার মেম্বার ও আইয়ুব আলীর লোকজন তাকে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.