মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম অদ্য ইং ১৫-০৮-২০২২ তারিখ ০৯:৪০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ চারমাথা নামক স্থানে বগুড়া-টু-নওগাঁ গামী মহাসড়কের উত্তর পাশে সেঞ্চুরী মোটেলের সামনে পাকা রাস্তার নিকটে হইতে ১০ (দশ) কেজি গাঁজাসহ আসামী ১। নিপিল রায় (৩০), পিতা মৃত শ্যামল রায়, মাতা-মৃত পৌষী বালা, সাং-মোল্লাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর, ২। মোঃ জহুরুল ইসলাম (২৬), পিতা মোঃ মাইনুল হক, মাতা মোছাঃ তাহেরা বেগম, সাং নামো জগন্নাথপুর, থানা শিবগঞ্জ, জেলা চাপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।