মোঃ শাহীন সোহাগ,দৌলতখান উপজেলা প্রতিনিধিঃ
ভোলার দৌলতখান পৌরসভার ১ নং ওয়ার্ডে মেঘনার ভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ওপর বসবাসকারী অসহায় ২১ টি পরিবারকে সরিয়ে নিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। শনিবার দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে সরেজমিন পরিদর্শন করে তিনি দ্রুত এ ব্যবস্থা নেন। এসব পরিবারের শতাধিক মানুষকে পৌরসভার ২ নং ওয়ার্ডে দক্ষিণ হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাময়িকভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। দৌলতখান পৌরসভার ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে তাৎক্ষনিক ৫ হাজার টাকা ও ১০ কেজি করে চাল দেয়া হয়েছে বলে জানান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপের ফলে সৃষ্ট অতি জোয়ারে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব পরিবারগুলোকে ঝুঁকি এড়াতে দ্রুত আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে এমপি মুকুল জানান। তিনি বলেন, অসহায় মৎস্যজীবি ও শ্রমজীবি এ পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিয়ে পুনর্বাসিত করা হবে।
আজ সোমবার সরেজমিন গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের বারান্দায় ক্লাস করছে। বিদ্যালয়ের একই কক্ষে ৩-৪ টি পরিবারকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এ সময় বিদ্যালয়ে আশ্রয় নেয়া কোহিনুর, বিবি খাদিজা, রফিকুল ইসলাম, শহীদ, সাজু কাজি ও মরিয়ম বলেন, মেঘনার পেডে (পেটে) আমাগ ঘরবাড়ি চইল্লা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাগরে একটা ঘর দিলে আমরা আজীবন হেরে (প্রধানমন্ত্রী) দোয়া করুম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.