তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃস্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদ ভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বালিজুরি ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আজাদ হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, বালিজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, যুবলীগ নেতা বাবলু মিয়া,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ ইউ পি সদস্য সদস্যা বৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আজাদ হোসাইন বলেন আমরা জাতির পিতার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে চাই,আজকের এই দিনে ঘাতকদের হাতে সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করছি, আমরা আশা করছি সকল ঘাতকদের বিচার এই বাংলার মাঠিতেই শেষ হবে, কোন ষড়যন্ত্রই যেন মাথা উচু করে দাড়াতে পারে না পারে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.