রাকিব হোসেন,ঢাকাঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোহাম্মদপুর বেরিবাঁধ তিন রাস্তার মোড় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল এবং তবরক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন। সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চিকিৎসকরা উপস্থিত থেকে চার শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
এ সময় মমতাজ ট্রমা সেন্টার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টিম এর কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ জসিম হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আর্তমানবতার সেবক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব নুর কুতুব মান্নান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, জাতীয় শ্রমিক লীগের মহিলা সম্পাদক মিসেস প্রলিমা পদ্দর, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মনির, জাতীয় শ্রমিক লীগ মোহাম্মদপুর থানা মোঃ হুমায়ুন কবির, জেড এইচ সিদদার ওমেন্স মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ জহুরুল হক, ৩৩ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর আসিফ আহমেদ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগের সভাপতি জনাব নুর কুতুব মান্নান বলেন, বাঙ্গালি জাতির সৌভাগ্য যে বঙ্গবন্ধুর মত একজন মহান নেতা ছিলেন, আর দুর্ভাগ্য যে এমন মহান নেতাকে আমরা ধরে রাখতে পারিনি।ঘাতকের নির্মমতায় আমরা শুধু বাঙ্গালি জাতির পিতাই হারাইনি, তার সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নও বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এই নির্মমতার পরেও বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটি ও মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।তিনি আরো বলেন, যদি দলের মধ্যে কোন অপকর্ম বা চাঁদাবাজি অভিযোগ পাওয়া যায় তাকে সাথে সাথে দল থেকে সাথে সাথে পরিষ্কার করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.