নাটোর প্রতিনিধিঃনাটোরের লালপুরে পেট্রোল তেলের সাথে পানি মিশিয়ে বিক্রির অপরাধে গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশনের মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬আগষ্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই জরিমানা করেন।
জানা যায়, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্তত ২৫/৩০জন শ্রমিক গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশন থেকে তাদের মোটরসাইকেলে যে যার পরিমাণমত পেট্রোল নিয়ে মোটরসাইকেল স্টাট দিতে গেলে আর স্টাট নেয় না। এসময় মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে তারা লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশকে খবর দেয়।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেলের সাথে পানি মেশানোর প্রমাণ পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন মালিক সিদ্দিকুর রহমানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, অভিযুক্ত ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ক্ষতিগ্রস্ত ক্রেতাদের অর্থ ফেরত দিতে ও ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রেখে পানি মিশ্রিত পেট্রল অপসারণ করে পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.