মাসুদ রানা,জেলা প্রতিনিধি গাজীপুরঃগাজীপুরের কাশিমপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রকেটের এক বিক্রয় কর্মীকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাই এর ঘটনা ঘঠেছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুর ২ টা সময় কাশিমপুর থানাধীন বাগানবাড়ী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ওই বিক্রয় কর্মী। পরে তাকে স্থানীয়দের সহয়তায় উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়।
ছিনতাই এর স্বীকার সাহেদ (২৫)কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে।
সাহেদের সহকর্মী লিটন বলেন,হাতীমারা কলেজের সামনে থেকে কোনাবাড়ী আসার উদ্দেশ্যে অটো ভ্যানে উঠি। এসময় অপরিচিত আরো দুইজন একই ভ্যানে উঠে। বাগানবাড়ীর কাছাকাছি আসলে সামনে এবং পিছন থেকে দুই মোটরসাইকেল এসে অটো ভ্যানকে চাপ
দিয়ে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে ।
তখন দৌড়ে পালিয়ে যায় লিটন। তিনি বলেন, সাহেদের স্বাস্থ্য ভালো থাকায় ভ্যান থেকে নামতে পারেনি। পরে তার কাছে থাকা ব্যাগে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
রকেট এজেন্ট এর সুপারভাইজার সোহেল রানা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করি।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করার কাজ চলছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.