মোঃ মহিউদ্দিন,ভোলা সদরঃভোলা সদর থানাধীন মুসলিম পাড়ার বাসিন্দা তরুণ উদ্ভাবক নাজমুল আহসান জাহিদ (৩৬) নিজ প্রচেষ্টায় বাজারজাত করণের উদ্দেশ্যে ৩ মাসের মধ্যে ৫টি এস্ট্রোনমি গ্রেডর নিউটোনিয়ান টাইপ ডবসোনিয়ান বেজ টেলিস্কোপ তৈরি করায় তাকে অভিনন্দন জানান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলা। আজ তিনি পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে স্যুভেনির প্রদান করা হয়।
সৃস্টির রহস্য নিয়ে কৈশোর থেকেই জানার আগ্রহ ছিল জাহিদের। তাই ফার্মাসিস্ট পদে চাকুরী করা জাহিদের সকল ব্যস্ততার মধ্যেও মন পড়ে থাকত অধরা সৃস্টির সৌন্দর্য আর রহস্যের মধ্যে। তাই সৃষ্টির এসব রহস্য অবলোকন করার জন্য একটি টেলিস্কোপ কিনতে গিয়ে হোঁচট খান তিনি। বিদেশ থেকে আসা তার পছন্দের টেলিস্কোপটির দাম লাখ টাকা। কেনার প্রবল ইচ্ছা থাকা সত্বেও অর্থের সংকুলান না হওয়ায় আর কেনা হয়নি তার। কিন্তু ইচ্ছা পূরণের চেষ্টা থামিয়ে রাখেননি তিনি।
প্রায় দুই মাস ধরে অনলাইন থেকে বেশ কিছু সরঞ্জামাদি সংগ্রহ করেন তিনি। প্রস্তুত করেন ডিজাইন মেজারমেন্টসহ অন্যান্য কাজগুলো। এসব কাজের জন্য ছুটতে হয়েছে কাঠমিস্ত্রিী থেকে ওয়ার্কশপ পর্যন্ত।নিজের ইচ্ছা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য ৩ মাসে তৈরি করেছেন ৫টি এস্ট্রোনমি গ্রেডর নিউটোনিয়ান টাইপ ডবসোনিয়ান বেজ টেলিস্কোপ। ইতোমধ্যে অনলাইনে ৩টি বিক্রি করেছেন।
পুলিশ সুপার, জাহিদের এই সৃজনশীল উদ্ভাবনীকে সাধুবাদ জানান। তিনি তাকে যে কোন ধরনের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।যুব সমাজকে এমন উদ্ভাবনী কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান। এর ফলে আমাদের দেশ ও সমাজ তাদের দ্বারা যেমন উপকৃত হবে, তেমনি ভাবে যুবসমাজ মাদক ও বেকারত্ব থেকে মুক্তি পাবে।সর্বদা এমন সৃজনশীল কাজে উৎসাহ ও সহোযোগিতা প্রদানের মধ্যদিয়ে যুবসমাজের পাশে থাকবে ভোলা জেলা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.