লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জে গ্রাম পুলিশের চাকুরী দেয়ার কথা বলে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে স্হানীয় মেম্বার আমিনুল ইসলাম। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমিনুল ইসলাম এর বিরুদ্ধে এমন অভিযোগ করেন পাটধা মছার বাইদ এলাকার বকুল মিয়ার পুত্র শামীম মিয়া।স্বর জমিনে জানা যায় বর্তমান মেম্বার আমিনুল ইসলাম সম্প্রতি বৌলাই ইউনিয়নে গ্রাম পুলিশের লোকবল নিয়োগ দিলে মেম্বার আমিনুল ইসলাম ও তার ছেলে রাজু আমার ভাই উজ্জ্বলকে গ্রাম পুলিশের চাকুরী পাইয়ে দিবে বলে আমাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে দেয়। কিন্তু চাকুরী না হওয়ায় টাকা ফেরৎ চাইলে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে। উক্ত ঘটনায় ১৫ আগষ্ট সন্ধ্যায় মুক্তিযোদ্ধা বাজারে কথা কাটাকাটি হলে মেম্বারের ছেলে রাজু ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে আসলে বাজারের লোকজন রাজু আক্রমণ থেকে আমাকে উদ্ধার করে। এঘটনার জের ধরে পরদিন সকালে মেম্বার আমিনুল, রাজু, ৃমদিনা, শিউলি সহ আরো ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ীতে এসে হামলা করে ও আমাদের বাড়ী -ঘর ভাংচুর করে এবং তাদের হামলায় মোঃ বকুল মিয়া, উজ্জ্বল, শারমিন ও দেলোয়ার মারাত্মক ভাবে আহত হয় এবং তাদের ডাক চিকিৎকারে আশেপাশের লোকজন এদের উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিয়ে বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, আমি শুনেছি আমিনুল চাকরি দেয়ার কথা বলে দেড় লাখ টাকা নিয়েছে এবং বাড়িতে হামলা করেছে বিষয়টি লজ্জাজনক। অভিযুক্ত মেম্বার আমিনুল ইসলামকে পাওয়া যায়নি। উক্ত ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দাউদ জানান,অভিযোগ পেয়েছি এবং একজন এসআইকে তদন্ত করার জন্য পাঠিয়েছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।