স্টাফ রিপোর্টারঃভোলার দৌলতখাঁন উপজেলায় তেলবাহী জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল তেল পাচারের সময় পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় এদের কাছ থেকে ৩০০ লিটার ডিজেল ও একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।
১৬ ই আগষ্ট রোজ ( মঙ্গলবার) ১০টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাফিউল কিঞ্জল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন , গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৬টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল দৌলতখাঁনের মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন । এসময় মেঘনা নদীতে কার্গো জাহাজ ‘এমভি হাজী রূপসাহেরা-২’ হতে ডিজেল পাচারের সময় চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এসময় এদের কাছ থেকে ৩০০ লিটার চোরাই ডিজেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. রুবেল (৩৫), মো. ইসমাঈল (৪০), মো. নুরউদ্দিন (৩৭), মো. গজনবি (৬০), মো. মিরাজ (৩৬)। এরা ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা।
পরবর্তীতে এমভি হাজী রূপসাহেরা-২ জাহাজের মাস্টার মো. বাবুল শিকদারের কাছ থেকে মুসলেকা নিয়ে কার্গো জাহাজটি ছেড়ে দেওয়া হয়।
আটককৃত পাঁচ চোরাকারবারি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের দৌলতখাঁন থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.