প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১১:৫৭ এ.এম
নির্বাচনে ভারতীয় প্রভাব নয়, চাই জনগণের ভোটাধিকার – রাশেদ প্রধান

বিশেষ প্রতিনিধি পঞ্চগড় জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংঠনিক জেলাগুলোতে প্রচারণা কার্যক্রম উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা জাগপা দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলার সাংবাদিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সহসভাপতি রাসেদ প্রধান। এসময় পঞ্চগড়ের দুটি আসনে জাগপার প্রার্থীর নাম ঘোসণা করেন তিনি। রাসেদ প্রধান বলেন বিগত ৩ টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল। আর তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এই কারণে উৎসবমুখর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত। তিনি বলেন আমরা বিশ্বাস করি আমাদের সমাজে ৪ টি পেশার মানুষের নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক। মানব দেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন, সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য তেমনি ভালো সাংবাদিক প্রয়োজন, আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইনশৃঙ্খলা বাহিনী আর বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ আশা করে। আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশে সাংবাদিক সমাজ সেই ভূমিকা পালনে প্রতিজ্ঞাবদ্ধ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ প্রধান বলেন জাতীয় সংসদ নির্বাচনে আগে ঐক্য না হলে জাগপা পঞ্চগড় ১ ও পঞ্চগড় ২ আসনসহ ২০টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে । পঞ্চগড় ১ আসনে তিনি নিজে এবং পঞ্চগড় ২ আসনে জাগপার সভাপতি তাসমিয়া প্রধান প্রতিদন্দ্বিতা করবেন। এসময় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, শামসুজ্জামান নয়ন, কামাল হোসেন, কামরুজ্জামান কুয়েত, জাগপা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা পর্যায়ে কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd
এই সাইটটির সকল স্বত্ত্ব জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সংরক্ষিত পরিমার্জিত ও পরিবর্ধিত।