এস এম ফারুক আহমেদ,সখীপুর,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় পরোয়ানা নিয়ে আট বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন আসামি রাইসান মণ্ডল (৩৮) নামের এক যুবক।
আজ বুধবার বিকেলে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে সখীপুর থানা-পুলিশ।
রাইসান সখীপুর উপজেলার কালিদাস গ্রামের দুখিরাম মণ্ডলের ছেলে।সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির উদ্দিন জানান, ২০১১ সালে রাইসান মাদক মামলায় গ্রেপ্তার হন।
কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এরপর ২০১৪ সালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ওই যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার খবরে রাইসান গাজীপুর শহরে আত্মগোপন করেন। সেখানে তিনি বিয়ে করে অটোরিকশা চালাতেন।
কবির উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বিকেলে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে পুলিশ রাইসানকে গ্রেপ্তার করে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.