রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জঃশাহজাদপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি’র শুভ জন্মাষ্টমী মহোৎসব আনন্দঘন ও ব্যাপক উৎসবমূখর পরিবেশে শুক্রবার (১৯ আগস্ট) পালিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে স্মরণকালের বৃহৎ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বর্ণিল সাজে প্রায় হাজার হাজার মানুষের ঢল নামে! ফলে উৎসবের নগরীতে পরিনত হয় গোটা শাহজাদপুর।
এদিন সকালে স্থানীয় সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা ভিডিও করফারেন্সের মাধ্যমে শুভ জন্মাষ্টমী মহোৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আয়োজনে পৌর শাখার সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকারের পরিচালনায় স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমেই ধর্মীয় রীতি অনুযায়ী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে এ মহোৎসবের শুভ সূচনা ঘটে। এরপর শ্রী শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরমেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, ওসি নজরুল ইসলাম মৃধা প্রমূখ।
ধর্মীয় আলোচনা সভা শেষে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ থেকে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও মানিক সরকারের নেতৃত্বে স্মরণকালের বৃহৎ বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেখানে গিয়েই শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরমেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, ওসি নজরুল ইসলাম মৃধা, ওসি (তদন্ত) মঈনুল ইসলাম, ওসি (ওপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, সনাতনী নেতা গণেশ চন্দ্র দেব, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দাস, কৃষ্ণ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, প্রচার সম্পাদক ভরত সাহা, সহ-কোষাধক্ষ মানিক কুমার দেব, দফতর সম্পাদক অসীম কুমার রায়, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, গণসংযোগ সম্পাদক পার্থ সাহা, পূজা সম্পাদক দীলিপ গোস্বামী (জুয়ান), সহ-পূজা সম্পাদক গৌরাঙ্গ সাহা, সদস্য মানিক সাহা, জয় বাবু, অরূপ সাহা, পৌর কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক, মো. জহরলাল হোসেন প্রমূখ।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এদিন সন্ধ্যায় পৌর এলাকার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী গৌড় নিতাই সেবা সংঘে ভগবত গীতা পাঠ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। লীলা কীর্তন পরিবেশন করবে বগুড়ার মেঘমালা বৃষ্টি কীর্তনীয় দলের শিল্পীবৃন্দ। এরপর রাতে শেষ পর্বে কৃষ্ণ পূজা শেষে উপবাসের ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
উক্ত জন্মাষ্টমী মহোৎসবে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়নের হাজার হাজার শিশু, কিশোর, নারী-পুরুষ ভক্তগণ ধর্মীয় নানান সাজে নানান বেশে অংশ নিয়ে জন্মাষ্টমী মহোৎসবকে সাফল্যমন্ডিত ও প্রাণবন্ত করে তোলেন