মোঃ মহিউদ্দিন,ভোলা সদরঃঅফিসার ইনচার্জ লালমোহন থানা ভোলার তত্ত্বাবধানে লালমোহন থানার একটি চৌকস পুলিশ টিম এর সহায়তায় গত ২৯ জুলাই ২০২২ তারিখ লালমোহন বাজার এলাকা হইতে জনৈক শারমিন সুলতানা,স্বামী- আঃ হালিম এর ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে বাড়ি যাওয়ার পথে ভ্যানিটি ব্যাগ সহ একটি আইফোন এস ৬ ও একটি সিম্ফনি বাটন ফোন হারিয়ে গেলে এবং উক্ত ব্যাগের সন্ধানে আইনি সহায়তা নিলে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও পুলিশি অনুসন্ধানের মাধ্যমে উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
জনৈকা শারমিন সুলতানা স্বামী – আঃ হালিম, সাং তারাগঞ্জ, থানা- লালমোহন, জেলা-ভোলা গত ২৯/৭/২২ তারিখ বেলা অনুমান ১২ ঘটিকার সময় লালমোহন বাজার হইতে ব্যাটারী চালিত রিকশা যোগে বাড়ী যাওয়ার পথিমধ্যে ভ্যানিটি ব্যাগ সহ একটি আইফোন মডেল এস ৬, একটি সিম্পফনি বাটন মোবাইল ফোন হারিয়ে যায়।পরবর্তী এই বিষয়ে লালমোহন থানায় অভিযোগ করিলে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ২টি মোবাইল ফোন সহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার পূর্বক ভিকটিমের স্বামী আঃ হালিম সাহেবের নিকট ১৮ আগস্ট ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার রাতে হস্তান্তর করা হয়।
ভিকটিমের স্বামী আঃ হালিম সাহেব হারানো ভ্যানিটি ব্যাগ সহ মোবাইল ফোন ২টি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি লালমোহন থানা পুলিশ এবং ভোলা জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।