এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আজ ১৯ আগস্ট শুক্রবার ভোরে সদরের সাহাপাড়া ইউনিয়নের তুলশিঘাটের ভাড়া বাসা থেকে গাইবান্ধার আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী আশরাফুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
জানা যায় গ্রেফতারকৃত আশরাফুল কে নানা অপকর্মের দায়ে জেলা স্বাস্থ্য বিভাগ হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। সে গাইবান্ধা সদর উপজেলার সাহপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
প্রাথমিক জিঙ্গাসাবাদে সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় বিভিন্ন গোপন সিমকার্ড ব্যবহার করে চোরদের সঙ্গে যোগাযোগ করে চোরাই গরু নিজের কাছে রেখে তা জেলার বিভিন্ন হাটে বিক্রি করতো। আন্তঃজেলা চোর চক্রের মূূলহোতা আশরাফুল সরকারি চাকরি আড়ালে এসব অপকর্ম করে আসছিল বলে জানান গাইবান্ধা গোয়ান্দা পুলিশ ডিবি’র উপ-পরিদর্শক নওশাদ আলী। তিনি আরো জানান আশরাফুলের নামে সুন্দরগঞ্জ ও সদর থানায় ৫টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।
আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা আশরাফুল কে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।