হিরক খান, মেহেরপুরঃএস.এম. আকিবকে সভাপতি ও মোঃ কুতুবউদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে ভোটদান শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে। ভোট গণনার পর মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইমদাদুল হক এর উপস্থিতে ফলাফল ঘোষণা করেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।
নির্বাচনে মোট ১১ টি পদের বিপরীতে ২ প্যানেলে ২২ জনসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১ হাজার ৬৪৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আকিব-শাহজাহান প্যানেলে সভাপতি পদে এস. এম আকিব মোমবাতি প্রতীক নিয়ে ৭৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নিজামুল ইসলাম রকেট টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩০ ভোট পান।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কুতুবউদ্দিন বাবু বাঘ প্রতীক নিয়ে ৭৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাজাহান আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট।
নির্বাচনে বিজয়ীদের অন্য সদস্যরা হলেন কার্যকরী সভাপতি পদে হাফিজুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ৫৯৫ ভোট। সহ-সভাপতি মিয়ারুল খান মই প্রতীক ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে জাহিদুল ইসলাম মাছ প্রতীক ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী তালা প্রতীক ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সেলাই রেঞ্জ প্রতীক ৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লাইন সম্পাদক আল-আমিন হোসেন টায়ার প্রতীক ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ্য পদে কামাল শেখ রিঙ্কু ফুটবল প্রতীক ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য পদে কাবেল আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে ৫৩২ ভোট এবং মন্টু আম প্রতীক নিয়ে ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.