মোঃ রায়হান জোমাদ্দার,স্টাফ রিপোর্টারঃঝালকাঠির নলছিটিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা নারীর নামে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু বাদী হয়ে ওই নারীসহ ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে নলছিটি থানায় মামলাটি (নং- ০৬, ধারা-২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ৮(২) ৮(৩) ৮(৫)/(ক) দায়ের করেন।
অজ্ঞাতসারে পর্নোগ্রাফি প্রস্তুত,পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক মর্যাদাহানি, মানসিক নির্যাতন, ইন্টারনেট ও পেনড্রাইভের মাধ্যমে পর্নোগ্রাফি প্রকাশ,প্রচার ও সরবরাহ করার অপরাধে এ মামলা দেওয়া হয়|
মামলার বিবরণে বলা হয়, ২০/৮/২১ তারিখ নলছিটির কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা শেষে তাকে নলছিটি দুমাউস ভবনের বাসায় আনা হলে অসুস্থ থাকার সুযোগে ২৫/৯/২১ইং তারিখ থেকে ৮/২/২২ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময় আসামি তার সহযোগীদের সহায়তায় তাকে (চেয়ারম্যান) দেখতে ও বিভিন্ন কাজে তার বাসায় আসা যাওয়া করে।এ সময় তার স্থীর ও ভিডিও চিত্র ধারণ করেন। পরবর্তীতে ধারণকৃত ছবি ও ভিডিও সম্পাদনের মাধ্যমে তাকে নিয়ে অশ্লীল স্থির চিত্র ও ভিডিও পর্নোগ্রাফি প্রস্তুত করে তার কাছে ১ কোটি টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে উক্ত ছবি ও অশ্লীল ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। এতে তিনি সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্নসহ মানসিক ভাবে নির্যাতিত হন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
চলতি বছরের ১০ ফ্রেব্রুয়ারি ওই নারী রাজধানীর বনশ্রীর এক বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ এনে ঢাকার খিলগাঁও থানায় মো. আখতারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান আদালত। বর্তমানে জামিনে থেকে বাদীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন এই ইউপি চেয়ারম্যান|
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.