স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃবাগেরহাটের মোংলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামে সোহাগ শেখের বসতবাড়ী থেকে বিশাল একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
আজ রবিবার সকাল ৬ টারদিকে সোহাগ শেখ তার বসতবাড়ীতে সাপটিকে জালদিয়ে আটকে রেখে বনবিভাগকে খবর দেয়।
এরপর সাড়ে সাতটার দিকে সাপটি উদ্ধার করে করম
জল প্রজানন পর্যাটক কেন্দ্রের বন রক্ষিরা।পরে ১১টারদিকে করমজলের গভীর বনে সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বনবিভাগ। আমাদের খুলনা জেলাপ্রতিনিধি স্বপন কুমার রায় জানান
সুন্দরবন পুর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজানন কেন্দ্রের ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃহাওলাদার আজাদ কবির জানান উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়ীতে রবিবার ভোর ৬টারদিকে সুন্দর বনের একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে। তারা জালের সাহায্যে সাপটিকে আটকে রেখে আমাদেরকে খবর দেন।খবর পেয়ে সকাল ৭ টারদিকে ঘটনাস্হল থেকে আমি ও আমার সাথে থাকা বনপ্রহরীরা সাপটি উদ্ধার করি।এরপর বেলা ১১ টারদিকে করমজল নিয়ে গভীর বনে অবমুক্ত করেছি।
উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়িতে রবিবার ভোর ৬টার সুন্দরবনের একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে। পরে তারা সাপটি একটি জালের সাহায্যে আটকে রেখে আমাদেরকে খবর দেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে আমি ও আমার সাথে থাকা বনপ্রহরীরা সাপটি উদ্ধার করি। এরপর বেলা ১১টার দিকে করমজল নিয়ে গভীর বনে অবমুক্ত করেছি। তিনি বলেন, সাড়ে ১০ ফুট লম্বা এ সাপটির বয়স প্রায় ১২ বছর, আর ওজন ২০ কেজি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.