দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদা বাসস্ট্যান্ড গুলশান পাড়ার প্রবাসীর বাড়ির রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মান করে অবরুদ্ধের অভিযোগ।
জানাগেছে, দামুড়হুদা শহরের বাসস্ট্যান্ড পাড়ার মোঃ মমরেজ মিয়ার ছেলে প্রবাসী মিজানুর রহমানের বাড়ির রেকর্ডকৃত চলাচলের পথ বন্ধ করে সরকারী রাস্তার জায়গা দখল করে অবৈধ ভাবে একটি টিনসেড দোকান ঘর নির্মান করে চলাচলের একমাত্র পথ বন্ধ করে রেখেছেন মৃতঃ আবজেল মেম্বারের ছেলে মজিবার গং।
ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীদের দাবী দীর্ঘ ১০ বছর পূর্বে হায়দার আলী গং দের নিকট থেকে জমি কিনে চারতলা বাড়ি বানিয়ে বসবাস করছেন প্রবাসী মিজানুর রহমানের পরিবার। কিন্তু মৃতঃ আবজেল মেম্বারের ছেলেরা প্রবাসীর বাড়ির চলাচলের পথ আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ সরকারী রাস্তা দখল করে একটি টিনসেড দোকান নির্মাণ করে সম্পুর্ণ চলাচলের পথ বন্ধ করে মজিবার গংরা তাদের জায়গা বলে দাবী করেছেন।
বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার মিমাংশা হলেও মজিবার গংরা নিরীহ প্রবাসীর পরিবারের সাথে খারাপ আচরন করেন এবং পথ বন্ধ করে নিজেদের ক্ষমতা দেখিয়ে চলেন।
এব্যাপারে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী মজিবার গংদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সরকারী জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদের জন্য দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে দাবী জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.