মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার ধুনটে বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা টি বাঁশ দ্বারা বেড়া দিয়ে বন্ধ করে দোয়ায় ঘর থেকে বাড়াতে বিপদে পড়েছে ১৫ টি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার কালের পাড়া ইউনিয়নের সুরুগ্রাম মধ্যে পাড়া এলাকায়। অভিযোগকারী সাজ্জাদুল বারী সংবাদকর্মীদের বলেন, আমার প্রতিবেশী মহসিন আলী এর ছেলে ফরহাদ হোসেন (৪৫) জমিজমা ও পূর্ব শত্রু জের ধরে আমাদেরকে মারপিট করেন ফরহাদ হোসেন ও তার লোকজন, আমাদেরকে মারপিট করায় গত ২৩/০৫/২০২২ তারিখে আমি বাদী হয়ে ধুনট থানায় মহসিন আলী এর ছেলে ফরহাদ হোসেন (৪৫), মৃতঃ রহজান আলীর ছেলে শাহনেওয়াজ ওরফে হুমায়ুন (৫২), ফরহাদ হোসেন এর ছেলে হাসিবুল ইসলাম (২০), তার স্ত্রী টপি খাতুন (৪০), শাহনেওয়াজ হুমায়ুন এর স্ত্রী শরীফা আক্তার চায়না (৪৮), মৃত শরিয়ত উল্লাহ মন্ডল এর ছেলে মহসিন আলী মন্ডল (৬২)কে আসামীকরে একটি মামলা দায়ের করেন মামলা নং ১৫/৮৩
ওই মামলায় আসামীগণ বগুড়া আদালত থেকে জামিনে বেরিয়ে এসে বাদী সাজ্জাদুল বারীকে মামলা তোলার জন্য হুমকি ও বাদীর চলা চলার একমাত্র পথ বন্ধ করে দেয় আসামিগণ। হুমকিও পথ চলাচলা রাস্তা বন্ধ করে দাও সাজ্জাদুল বারী ১৭/০৭/২০২২ ইং তারিখে ধুনট থানায় ফরহাদ হোসেনসহ ৬ জনকে আসামী করে একটি সাধারণ ডাইরী করেন। ধুনট থানার জিডি নং ৬৩৮ তারিখ ১৭/০৭/২০২২ইং ।
ধুনট থানার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সাজ্জাদুল বারীর সাধারণ ডাইরী টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.