তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগন্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারকে ঘর বানিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াস্থ সিডনি বাংলা গ্রুপ ।এ উপলক্ষ্য আজ সোমবার প্রেসক্লাব তাহিরপুরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ঘর নির্মাণ সামগ্রী এবং
নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবীর ।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম দফতর সম্পাদক রুকন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আহমেদ কবীর ও এস এ আখন্জি,সদস্য আবুল কাসেম সহ স্থানীয় সাংবাদিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন । ঘর নির্মাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মহাখুশি ।ক্ষতিগ্রস্ত অস্টমি বর্মন আবেগপ্লুত হয়ে বলেন, বন্যায় আমার ঘরটি ধ্বসে পড়ে, তারপর থেকে একরকম খোলা আকাশে নিচে ছিলাম । যে প্রবাসী ভাইয়েরা আমার পরিবারকে ঘরে থাকার সুব্যবস্থা করেছেন তাদের প্রণাম জানাই । একই অভিব্যক্তি অন্যদেরও ।এদিকে অস্ট্রেলিয়া প্রবাসী সিডনি বাংলা গ্রুপের অন্যতম সংগঠক আনোয়ার হোসেন ও সুহাশ আবদুল টেলিফোনে এ প্রতিবেদককে জানান, বন্যা দূর্গতদের পূর্নবাসনে তাদের সংগঠন আরো সহায়তা দিবে । বিশেষ করে শারিরিক প্রতিবন্ধি , বয়স্ক ব্যক্তি এবং আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা থেকে যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.