কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০পিস ইয়াবাসহ আসাদুজ্জামান ওরফে বাবু(৪০)কে আটক করা হয়েছে। সে উলিপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক।
জানা গেছে, সোমবার(২২ আগস্ট) সকাল ১০ টায় উলিপুর পৌরসভার পূর্ব বাজার জোনাইডাঙ্গা এলাকায় সাহের আলীর পুত্র মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে বাবুকে ২০ পিস ইয়াবাসহ নিজ বাড়ী থেকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিদর্শক মোঃ মোকছেদ আলী সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন জানান, কারো অপর্কমের দায় দল নেবে না।
বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু জানান, উপজেলা যুবলীগের মাধ্যমে বিষয়টি জেলা কমিটিকে জানানো হবে।আমাদের কাছে চিঠি দেওয়া আছে, যারা মাদকদ্রব্য সেবন করে অথবা বিক্রি করে তাদেরকে কোন দায়িত্বে কিংবা সংগঠনে নেওয়া যাবে না।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.