স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃখুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক কে রুখবো, সোনার বাংলা গড়বো এই শ্লোগান কে নিয়ে বাল্যবিবাহ,মাদকের অপব্যার নারী ও শিশু নির্যাতন মানব পাচার এবংসন্ত্রাস ও জঙ্গীবাদ মাদ্রক দ্রব্যের রোধকল্পে সামাজিক আন্দালোন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্ম পরিকল্পনা সংক্রান্ত এক সভা আজ ২২ আগষ্ট সোমবার দুপুরের দিকে লাউডোব বুড়ির ডাবুর মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাহী অফসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,
বক্তিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,লাউডডোব ইউনিয়ন পরিষদ সাবেক
চেয়ারম্যান সরোজিত কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের য্রগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ,মড়েল স্কুলের প্রধান শিক্ষক সুকল্যান রায়,সুখেন্দ্র রায় সহ গনমাধ্যম কর্মিরা স্কুলের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।সভায় উপস্হিত নেতৃবৃন্দ আগামী ছয় মাসের মধ্যে দাকোপ উপজা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস ও দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্তের নেতৃত্বে জনপ্রতিনিধি,গনমাধ্যমের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সর্বস্তরের জনসাধরনকে সাথে নিয়ে মাদ্রক দ্রব্য চিরতরে দাকোপ থেকে ণিমুল করার প্রতিজ্ঞা করেন এবং মাদক মুক্ত দাকোপ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।মাদক একটি পরিবার ও জাতিরশত্রু এটা কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারেনা তাই মাদক কে পরিহার করতে হবে।
সভার শেষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস মডেল স্কুলের সামনে বৃক্ষরোপন করেন
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.