জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গত মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। অভিযান পরিচালনাকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীনেশ সরকার পরিচালিত ভ্রাম্যমান আদালত একটি বেকারীর মালিককে অর্থদন্ডে দন্ডিত করেন। বিএসটিআই, খুলনা এর সি.এম মোঃ আশিকুজ্জামান, ও ভেড়ামারা থানার এস, আই মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আভিযানিক দলের সাথে ছিলেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যে সহযোগিতা করেন। ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাচারীপাড়াস্থ নূর বেকারীতে সরজমিনে উপস্থিত হয়ে কর্মকর্তাগণ দেখতে পান , উক্ত বেকারির বিএসটিআই এর কোন অনুমোদন নাই, কারখানার পরিবেশ সন্তোষজনক নয়, কেক তৈরী করলেও প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নাই। নূর বেকারীর মালিক দুখু মিয়া বলেন, আমি চেষ্টায় আছি সকল কাগজপত্র তৈরীর জন্য। সে তাঁর অপরাধ স্বীকার করে। ভ্রাম্যমান আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এদিকে সম্প্রতি সারের মূল্য বৃদ্ধিজনিত কারনে সারের বাজারের স্বাভাবিক অবস্থা নিশ্চিত করার মানসে ও কৃষকের সার পেতে যাতে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে ব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার ও উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম বিসিআইসি এর ডিলারদের দোকান ও গুদাম ঘর মনিটরিং করেন। কর্মকর্তাগণ দোকানীদেরকে বলেন, যেসব বস্তায় পূর্বের দর লেখা আছে তা বর্তমান বাজার দরে বিক্রয় করা যাবে না। এছাড়াও সারের বাজার স্থিতিশীল রাখতে শীগ্রই ইউএনও সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।।