নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ২৪ আগস্ট ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মো: মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সাথে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং এ জেলার আই্ন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন এবং এই বিষয়ে পুলিশের অবস্থান “জিরো ট্রলারেন্স” বলে ঘোষনা করেন। সড়ক ও নৌ পথে চাঁদাবাজি রোধে পুলিশি পেট্রোলিং জোরদারকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহন, চুরি ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করার কথা বলেছেন নবাগত পুলিশ সুপার মহোদয়। এসময় উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মংনেথোয়াই মারমা, ডিআইও-১ জনাব এ কে এম আজিজুর রহমান মিয়া, প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।