মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
“ভারসাম্য পূর্ণ অর্থনীতি কল্যাণমুখী রাজনীতি ও ইনসাফ পূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪শে আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় নীলফামারী জেলা কার্যালয় চত্ত্বর, স্টেডিয়াম সংলগ্ন সরকারি কলেজ রোডে জেলা সভাপতি মুহাম্মাদ মাইমুন ইসলাম মিঠুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মুহাম্মাদ রাসেল রানার সঞ্চালনায়
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন-এর
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।
প্রধান অথিতি ‘র বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যে ছাত্র রাজনীতি কলুসিত এবং অন্যায়ে পরিপক্কে পরিণত হয়েছে
সেই জায়গা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে দিয়েছে
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুলতান মাহমুদ, তিনি বলেন ছাত্র আন্দোলন ৩১ বছরে বাংলাদেশকে একটি সুন্দর দেশ ও জাতি গঠনে ছাত্র আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করছে।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ নাঈম হাসান
,ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি ও নীলফামারী পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নীলফামারী জেলার মাটি ও মানুষের নেতা, জননেতা আলহাজ্ব মৌলভী মুহাম্মাদ ইয়াসিন আলী,সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল জলিল,জেলা ইসলামী আন্দোলন এর সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ নীলফামারী জেলা সেক্রেটারি, হাফেজ মাওলানা আশিকুর রহমান আশরাফী, ইসলামী যুব আন্দোলন নীলফামারী জেলা সভাপতি: যুবনেতা গোলাম রাব্বানী,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সাবেক সভাপতিগণ সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।