এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌরসভা, পাঙ্গাসী ইউনিয়ন, চান্দাইকোনা ইউনিয়ন সহ রায়গঞ্জ থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই এলাকালায় বিক্ষোভ-মিছিলের আয়োজন করায় উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল রাতে এ আদেশ জারি করেন।
আদেশে উল্লেখ্য করা হয়েছে, ২৫ আগস্ট ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন রাজনৈতিক দল বা কোন সংগঠন উল্লেখিত সময়ের মধ্যে বিক্ষোভ মিছিল, সমাবেশ, র্যালি, শোভাযাত্রা ও কোন ধরনে গণজমায়েত করতে পারব না।
উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে আওয়ামী লীগ ও বিএনপির দুই দলের নেতৃবৃন্দকে একই স্থানে একই এলাকায় তাদের কর্মসূচি পালন না করার আহ্বান করা হয়েছিল।
কিন্ত তারা রাজি না হওয়ায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার এবং সাধারণ জনগণের ক্ষতির আশঙ্কা থাকায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৫ ধারা বিধি মোতাবেক আদেশ জারি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.