মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃসাতক্ষীরা সদর এলাকার ছয়ঘরিয়া থেকে এক কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্বর্ণগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, বৈকারী বিওপির সীমান্ত পিলার ৭/৫৪-এস থেকে বাংলাদেশের দেড় কিলোমিটার অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠে অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানকালে ভারতে পাচারকালে আসামিবিহীন অবস্থায় ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন এক কেজি ৬৭৯ গ্রাম। উদ্ধারকৃত এসব স্বর্ণের বাজারমূল্য এক কোটি চুয়াল্লিশ লক্ষ ঊনচল্লিশ হাজার চারশত টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.