মোঃ কামাল হোসেন খাঁন,মেহরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরে ঘুস গ্রহণের অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিকীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
আবু বক্কর সিদ্দিকী গাংনী উপজেলার মিনাপাড়ার গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এর আগে বুধবার দুপুরে শামীমা নামের এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, উপজেলার কুমারিডাঙ্গা গ্রামের শামীমা নাসরিন নামের এক নারী একটি রেকর্ডিয় জমির খাজনা পরিশোধ করে হোল্ডিং চালু করে দেওয়ার নাম করে দুই লাখ ৪০ হাজার টাকা চুক্তি করে। প্রথম তার কাছ থেকে ২০২০ সালের ২১ জুলাই এক লাখ টাকা গ্রহণ করেন তিনি। দীর্ঘদিন ধরে খাজনা পরিশোধের বিষয়টি সমাধান না হওয়ায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেন শামীমা। প্রাথমিক তদন্তে শেষে তার সত্যতাও মেলে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজ জামান উল্লেখিত আসামিসহ থানায় এসে এজাহার দাখিল করে। ফলে ওই মামলাটি রুজু হয়।
তিনি আরও জানান, তদন্তে আবু বক্কর জেলা প্রশাসকের নামে এক লাখ টাকা নিয়েছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে আটকে রাখার জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠায়। মামলাটি দুদকের তফশিলভুক্ত হওয়ায় মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান বলেন, টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় আবু বক্করকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।