আরিফুজ্জামান চাকলাদার ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল । গতকাল দুপুরে উপজেলা মিনি কনফারেন্সে হল রুমে ২০২৫-২০২৬ অর্থ বছরের ১১কোটি ৭লাখ ৬ হাজার ৫৩৮ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে সর্বমোট রাজস্ব খাতে আয় ধরা হয়েছে এক কোটি ৬২লাখ ৭০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৬ হাজার টাকা। সমাপনী স্থিতি ৬ লাখ ৬৪ হাজার টাকা। অপরদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯কোটি ৪৪লাখ ৩৬হাজার ৫৮৩টাকা। ব্যয় ধরা হয়েছে ৯কোটি ৪৪ লাখ টাকা। সমাপনী স্থিতি ৩ ৬হাজার ৫৮৩টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন,শুতেই স্বচ্ছতা ও জবাবদিহি থাকলে একটি পৌরসভা বা সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে।এ বাজেট বাস্তবায়ন হলে আলফাডাঙ্গা পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। তাই এভাবে উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পৌর বাসীর পক্ষে আপনাদের সু-পরামর্শের সুযোগ ও তাদের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন ওসি শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী জাকারিয়া আলম, পৌর প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান মোল্লা ফারুক, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd