সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃবিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষনিকভাবে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ৩৩ জন আসামীকে গ্রেফতার এবং ২২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন সদর উপজেলায় -২ জন,উলিপুর উপজেলায়-১ জন,ফুলবাড়ী উপজেলায়-২ জন রৌমারী উপজেলায়-১ জন ও সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন।
এদিকে রাজারহাট উপজেলায়-১ জন,চিলমারী উপজেলায় -১ জন,রাজিবপুর-১ জন,কচাকাটা-১জন) জিআর/সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (সদর থানা-জিআর-১ জন,সিআর-১জন,) নিয়মিত মামলায় ২০ জন (মাদক-২ জন,জুয়া-১৫,অন্যান্য-০৩) এবং ১৫১ ধারায় ০১ জনসহ সর্বমোট ৩৩ জন আসামী গ্রেফতার করা হয়, এবং উলিপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক, জুয়া, ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ৩৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.