পুঠিয়া প্রতিনিধি: মোঃ কালু মিজান রাজশাহী পুঠিয়ায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলার ধলাট সড়কটি অতিনিম্নমানে সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। স্থানীয়রা বলছে,সড়কটি নিম্নমানের কাজের প্রতিবাদ করে কাজ বন্ধ করে দিয়ে ছিল। পরে ঠিকাদার উপজেলা প্রকৌশলীর সঙ্গে সমঝোতা করে ঠিকাদার পুনরায় চালু করেছে। জানা গেছে,উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধলাট সড়ক ৪৯০ মিটার কাজ তড়িঘড়ি করে বৃষ্টি ভিতরে কার্পেটিং করে কাজ শেষ করেছে ঠিকাদার। এতে কাজটির বরাদ্দ ধরা হয়েছে প্রায় ২৭ লাখ টাকা। কাজটি করছেন মেসার্স ফরহাদ এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। শিমুল আলি নামের এলাকাবাসী বলেন,কার্পেটিং কাজ শেষ হওয়ার ৮/১০ দিনের ভিতর কার্পেটিং উঠে যাচ্ছে। কাজের প্রতিবাদ করায় ঠিকাদার আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে হুমকি দিয়েছেন। এনামুল হক নামের এলাকার স্থানীয় ব্যক্তি বলেন,ঠিকাদার নিম্নমানের ইটের খোয়া দিয়ে সড়কটির কাজটি করে আসছে। আমরা স্থানীয়রা উপজেলা প্রকৌশলীকে কয়েকবার অভিযোগ দিয়েছি। কিন্তু অফিস খারাপ কাজ হওয়ার পরও কাজটি তারা বন্ধ করেননি। রুবেল বলেন, অতি নিম্নমানের ইটের খোয়া সড়কে ব্যবহার করা হয়েছে। তারপর রুলার করার পর সড়কে খোয়া দেখা যাচ্ছে না। মনে হয় এগুলো পোড়া মাটির দেওয়া হয়েছে। সড়কের বরাদ্দের সামান্য একটু কাজ করে ঠিকাদার সব টাকা চুরি করেছে। ফজলু রাজ বলেন,প্রকৌশলীর সঙ্গে ঠিকাদারের ঘুষের চুক্তি হওয়ার জন্য,কার্পেটিং করার পর হাত দিয়ে কার্পেটি উঠে যাচ্ছে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার আব্দুল মালেক বলেন,বৃষ্টি ভিতরে কাজটি করার জন্য একটু খারাপ হয়েছে। আগামীতে আবহাওয়া ভালো হলে কয়েক দিনের ভিতরে সড়কটি মেরামত করে দেব। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ বলেন,কয়েকটি স্থানে নিম্নমানের কাজ হয়েছে। আগামীতে স্থানগুলো ঠিক করে দেওয়া হবে। এলাকার একটি কুচক্র মহল চক্রন্ত করছে। আগামী রোববার সড়কটি পরিদর্শন করার জন্য আমি যাব।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd