আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলায় (২৫ জুন) পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমচত্বর এলাকা থেকে হাফিজুল (৩৮), পিতা- মোঃ আব্দুল ওহাব, সাং- কেশবপুর, থানা- বাঘা, রাজশাহীকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। আটক হাফিজুলের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, বাঘা থানার W/A তামিল পার্টি পূর্বের জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম হোসেন, পিতা- মোঃ আফসার আলী, সাং- কিশোরপুর, থানা- বাঘা, রাজশাহীকে গ্রেফতার করে। দুইজনকেই আজ বৃহস্পতি (২৬ জুন) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাঘা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। বাঘা থানার ভাটপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বলেন আইনশৃংখলা রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহতথাকবে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd