জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার দৌলতপুরে নামের সাথে মিল থাকায় সোৗদি প্রবাসীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় শনিবার সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপি রাস্তা অবধোধ করে ট্রাক শ্রমিকদের মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে। আন্দলোনের মূখে ভুল ওসি এস.এম. জাবিদ হাসান। এ ব্যাপারে আলোচনা সভায় ওসি এস.এম. জাবিদ হাসান জানান, ২০০৭ সালে ফেব্রুয়ারী মাসে ফরিদপুর থানার মাদক মামলার পলাতক আসামী (২ বছর জেল) আসাদুল অরূফে আসাদ, পিতা-নূর ইসলাম, গ্রাম-কল্যাণপুর, দৌলতপুর, কুষ্টিয়া, ওয়ারেন্ট ভুক্ত আসামী। নাম, পিতার নাম ও গ্রামের নামের অনেক খানি মিল হওয়ায় পুলিশ শুক্রবার সৌদি প্রবাসী আসাদ, পিতা-নূরা মন্ডল, গ্রাম-কল্যাণপুর কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
সে একজন ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ায়, শনিবার সকালে শ্রমিক সংগঠনের উদ্দোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে ঘন্টা ব্যাপি রাস্তা অবরোধ করে। এ সময় ঘটনাটি টের পেয়ে ওসি জাবিদ হাসান ও অন্যান্য অফিসারদের সাথে নিয়ে আল্লারদর্গা শ্রমিক অফিসে চলে আসেন এবং হোগলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধূরী ও শ্রমিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি নিঃস্পত্তি করেন, প্রবাসীকে ফিরিয়ে আনা শর্তে ও ভুল হয়েছে বলে জানান । এদিকে প্রকৃত আসামীকে সনাক্ত করে এলাকাবাসী, সে এলাকার কল্যাণপুর গ্রাম ত্যাগ করে মিরপুর থানার ৯ মাইল কাচারী এলাকায় বসবাস করছে, সে বহাল তবিয়তে আল মক্কা নামে একটি বাস ড্রাইভার, পলাতক আসামী আসাদ এর পরিবার থেকে লাল গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা একটি ছবি সংগ্রহ করেছে।।