জাকির হোসেন,বরিশাল প্রতিনিধিঃঝালকাঠীর গাভা রামচন্দ্রপুর শ্লীলতাহানী ও চুরি মামলার এজাহার ভুক্ত শাহ আলমসহ অন্য ৫ আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের বীরমহল গ্রামের বাউনের হাট বাজারের জণৈক ফারুক হোসেন'র দোকানের সামনে গত ১৯ আগষ্ট বাদী আনমুন নাহার সুমী ও সাক্ষী সাথে খারাপ আচারন ও মারধর চুরির ঘটনায় গত ২২ আগষ্ট ঝালকাঠি থানায় আনমুন নাহার সুমী বাদী হয়ে শ্লীলতাহানী, খুন যখমের উদ্দেশ্যে মারধর ও চুরির অভিযোগ এনে ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড ধারায় হাসিব, শাহআলম, ফারুক, রীজন, রাজীব ও রায়হানকে আসামী করে মামলা দায়ের করে। মামলা সুত্রে জানা যায় গত ১৯ আগষ্ট মামলার সাক্ষী সংখ্যালঘু বৃষ্টি মন্ডল ও বাদী আনমুন নাহার সুমি সন্ধায় ঢাকায় উদ্দেশ্যে রওনা দিলে ২ নং আসামী গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম সহ অন্যান্য আসামীরা মিলে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাচ করলে তারা প্রতিবাদ করলে আসামীরা বৃষ্টি মন্ডলের শরীরের ওড়না টেনে শ্লীলতাহানী করে এবং তাদের বেধরক মারধর করে। সাথে থাকা ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। শাহ আলম গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হওয়ায় সেই ক্ষমতায় সংখ্যালঘু বৃষ্টি মন্ডলকে অসন্মান ও শ্লীলতাহানী ও বাদী আনমুন নাহার সুমিকে হত্যার উদ্দেশ্যে মারধর করার মত কাজ করার সাহস পায় বলে বাদী জানায়। বর্তমানে আসামীরা ধাপটের সহিত এলাকায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে বর্তমান আওয়ামীলীগ সরকার নারীদের সর্বোচ্চ সন্মান দেয়ার বিষয়ে সোচ্চার সেখানে সেই দলের একজন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম সহ অন্যান্য আসামীরা মিলে দুই জন নারীর শ্লীলতাহানীর চেষ্ঠা যা দলের ভাবমূর্তি ও ক্ষুন্ন করা হয়েছে। এভাবে প্রকাশ্যে এজাহার ভূক্ত আসামীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো বাদীসহ স্বাক্ষীদের নিরাপত্ত্বাহীনতার বহিঃপ্রকাশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.