জাকির হোসেন,বরিশাল প্রতিনিধিঃবেসরকারি উন্নয়ন সংগঠন "আভাস” এর আয়োজনে এবং হিউম্যান রাইটস প্রোগ্রাম (HRP) ইউএনডিপি UNDP) এর সহযোগিতায় শনিবার ২৭ আগস্ট ২০২২ সকাল ১০ টায় দিন ব্যাপী বরিশাল বিডিএস সম্মেলন কক্ষে অধিকার-ভিত্তিক সিএসও, প্রশিক্ষিত এইচআরডি, আন্তঃধর্মীয় নেতা, পুলিশ কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশন কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্য, এ্যাডভোকেট, সুশিল সমাজ, এনজিও প্রতিনিধি এবং যুব নেতা সহ স্টেকহোল্ডারদের সমন্বয়ে মানবাধিকার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার বিষয়ে ওরিয়েন্টেশন এবং মাল্টি-স্টেকহোল্ডার সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা পর্যায়ে মানবাধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে। সভা ও ওরিয়েন্টেশন পরিচালনা করেন হিউম্যান রাইটস প্রোগ্রাম “ইউএনডিপি” মানবাধিকার কর্মসূচি সম্প্রদায় এবং সংখ্যালঘু বিশেষজ্ঞ জনাব শংকর পাল এবং আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। ওরিয়েন্টশনে আলোচনায় অংশ নেন, বিশিস্ট সাংবাদিক এস এম আমজাদ হোসাইন, এসও এইড নির্বাহী পরিচালক প্রেমা নন্দ ঘরামী, এফ ই এইচ ডি এস(ফেডস) নির্বাহী পরিচালক এস মিজানুল ইসলাম, সাংবাদিক ও প্লাটফরম সদস্য জাকির জমাদ্দার, শুভ নির্বাহী পরিচালক হাছিনা বেগম নিলা, বানারীপাড়া উপজেলার ইয়ুথ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুল আউয়াল প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.