রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পচাত্তরের ১৫ই আগষ্টের সকল শহীদদের স্মরণে জগন্নাথপুরে ছাত্রলীগের শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২৮ শে আগষ্ট রোজ রোববার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের নেতৃত্বে শোক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শোকাবহ ১৫ই আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসনাত হোসাইন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, সহ-সভাপতি মিটন দেব, সহ-সভাপতি রাজ শেখর বৈদ্য, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, সাংগঠনিক সম্পাদক নিজাম রনি, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন প্রমূখ। সভায় বক্তারা শোকাবহ ১৫ই আগষ্টের গুরুত্ব তুলে ধরেন এবং ঘৃণ্য জগণ্যতম বর্বোরচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।