মাসুদ রানা,জেলা প্রতিনিধি গাজীপুরঃস্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নেছার আহমেদ।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর সহ-সভাপতী আলহাজ্ব মোঃ আফজাল হোসেন সরকার (রিপন),বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার অসাধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মনির হোসেন মন্ডল। সভা সঞ্চালনায় দায়িত্বে ছিলেন কাশিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম (প্রতীক) প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীর আসাদুজ্জামান (তুলা) কাউন্সিলর ৬নং ওয়ার্ড, ও এডভোকেট আক্তার হোসেন সভাপতি ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ,
আলহাজ্ব কাজী আতাউর রহমান,সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃ লিয়াকত হোসেন খান প্রতিষ্ঠাতা সভাপতি ৪ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর, মৃধা জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা ছাত্রলীগ, আলহাজ্ব এটিএম শফিজ উদ্দিন মাতুব্বর সাবেক কাউন্সিলর ৪ নং ওয়ার্ড গাজীপুর মহানগর।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম জুয়েল, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, কোষাধক্ষ্য মোঃ নেছার আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল কাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদ রানা সহ ক্লাবের অন্যান্য সকল সদস্যরা অনুষ্ঠানের পরে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.