নিজস্ব প্রতিবেদকঃ র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে বর্তমানে বিশ্বর রোল মডেল বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের জঙ্গিবাদ, সন্ত্রাস, জলদস্যুসহ নানা অপরাধ, অপকর্ম ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কাজের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের কাছে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে প্রশংসনীয়।
র্যাবের মহাপরিচালক বলেন, মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি। তাই অতি অল্প সময়ে চিরতরে নির্মূল করা সম্ভব নয়। তবে চেষ্টা চলছে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবে কাউন্সেলিং করে এদেশের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার। তাই আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের চাহিদা ও সরবরাহ বন্ধ করতে হবে।
সোমবার সকাল ১১টার দিকে কক্সবাজারে ‘নবজাগরণ’ অপরাধকে না বলুন শীর্ষক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারে র্যাব—১৫ কর্তৃক আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত পরিচালক (অপারেশন) কর্নেল কামরুল হাসান, র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া খন্দকার আল মঈন, র্যাব ১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার সারোয়ার আলম, সিআইডির বিশেষ পুলিশ সুপার ফয়সাল আহমেদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, হোটেল সাইমন এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, প্রশিক্ষনার্থী নুরুল আমিন ও জান্নাতুল বকেয়া।
৩ সপ্তাহের এ প্রশিক্ষণে ড্রাইভিং, সেলাই ও হোটেল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে অংশ নিচ্ছে ৩৫ জন প্রশিক্ষণার্থী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.