এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয় বিট পুলিশিং এর মাদক দ্রব্য, বাল্য বিবাহ, সন্ত্রাসী কার্যক্রম ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগষ্ট) দুপুরে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক দ্রব্য, বাল্য বিবাহ, সন্ত্রাসী কার্যক্রম ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুস সালাম, এসআই নিহার রঞ্জন, এএসআই সামসুল আলম, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।
এসময় বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং অফিসার এসআই নিহার রঞ্জন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে যদি কেউ ইভটিজিং কিংবা হয়রানি করে থাকে। তাহলে তোমারা তোমাদের শিক্ষকবৃন্দ, জরুরী সেবা-৯৯৯ নম্বর কিংবা আমার ০১৭০১৯২৪৫৯৫ এই নম্বরে যোগাযোগ করবে। আমি ও আমার থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বিষয়ে ব্যবস্থা গ্রহন করব।
বিট পুলিশিং সচেতনতা মুলক অনুষ্ঠানের আগে উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আব্দুস সালাম বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিদর্শন, কম্পিউটার রুম, লাইব্রেরী ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতির পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.